Wednesday, May 26, 2010

"... নাম জানেন?"

পরশু তপেন চট্টোপাধ্যায় মারা যাওয়ার সময় নাকি ওঁর চোখ খোলা ছিল: দেখে বোঝা যায়নি উনি মারা গেছেন। ভদ্রলোক মারা যাওয়ার সময়েও গুপী দিয়ে গেলেন আমাদের সবাইকে।

***

প্রসঙ্গতঃ মনে পড়ল, আমি মেনকার সামনে দিয়ে হাঁটতে হাটঁতে Guptএর হাতে আঁকা পোস্টার দেখেছিলাম। যেহেতু হাতে আঁকা, Tএর ওপরের আর নিচের দাগ দুটো প্রায় একই মাপের মনে হচ্ছিল। ব্যাপারটা বুঝতে একটু সময় লেগেছিল আমার।

পুনশ্চ: Guptএর ভালো নাম Gupt: The Hidden Truth

3 comments:

Followers